Posts in Category: চাকরি

Step-by-step resume building for Canada

Step-by-step resume building techniques that helps you to land your dream jobs in Canada.

It’ll help you in your Job Search. Let’s break it down below, with the help of different colors so that you can find out what is what easier


  • We start each experience with an action verb; if it’s in a current position, you can put as present and if past, you put as -Ed (Example of great action verbs: Collaborated, managed, improved)
  • We put the specific hard skills and platform-based skills throughout resume to show that you fit the job description’s qualifications; at the bottom, you also have the skills and match them to your experiences where applicable which you can do for your own resume. (Example: I was going into Strategy/Operations, so I put relevant skills pertaining to the industry)
  • Put where you graduated, GPA if over a 3.5, organizations/awards, etc. IMO Relevant coursework is optional; you can add this if you don’t have relevant experience (yet) or are working on gaining those experiences.
  • Location as (City, State), LinkedIn (linked), phone number and email (Optional: Portfolio/Personal Website).
  • These are numbers and percentages from the positions you worked in and showcase what you did to impact the company. How did you get these numbers through a) asking your peers/managers b) calculated estimations based on observations?
  • This showcases if you improved, optimized or increased xyz which is related to Operations role lingo.
  • More broad or simple statements, these are relative to collaboration, providing recommendations, and identifying solutions to potential problems.

Note:
Education at the top if a student/new grad, move to bottom after experiences once early in career/professional.

 

অ্যাসট্রাজেনেকা কানাডা বিভিন্ন পদে ৫৯ জনকে নিয়োগ দেবে

বিশ্বব্যাপী পরিচালিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাসট্রাজেনেকা- কানাডা এখন ৫৯  পদে নিয়োগ দেবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাসট্রাজেনেকার ক্যারিয়ার অনলাইন পেজে প্রকাশিত হয়েছে।

পদগ্রহণের বিবরণ অনুযায়ী, এই নিয়োগ অফারগুলির মধ্যে প্রধান পদে রাখা হচ্ছে  ঔষধ নির্মাতা, বায়োস্টাটিসটিক্স বিশেষজ্ঞ এবং বিজ্ঞান প্রচারকদের জন্য। এছাড়াও পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপক, বিপণন পরিচালক এবং কাস্টমার সার্ভিস এজেন্টের জন্যও নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে অ্যাসট্রাজেনেকা- কানাডার অনলাইন ক্যারিয়ার পেজ ভভিজিট করুন।

লিংক : https://careers.astrazeneca.com/location/canada-jobs/7684/6251999/2

নতুন চাকরি সঠিকভাবে শুরু করার ১০ টি উপায়

একটি নতুন চাকরি, একটি নতুন দায়িত্ব, একটি নতুন পরিবেশ। একদিক থেকে এটা একটা নতুন শুরু! এই নতুন অভিজ্ঞতাটি গ্রহণ করার চেষ্টা করুন এবং এটি কে সর্বোত্তম করে তুলুন। এটি এখানে – আপনার নতুন কাজের প্রথম দিন! চিন্তা করবেন না, প্রথম দিনের উত্তেজনা স্বাভাবিক এবং প্রত্যাশিত! একটি নতুন দিয়ে শুরু করা – একটি বড় বিষয় এবং এটি হালকাভাবে নেওয়া উচিত নয়। এখানে কিছু টিপস রয়েছে যা আপনাকে এখনই কেবল সাফল্যের জন্য সেট আপ করবে না, তবে আপনার ক্যারিয়ারের বিকাশের সাথে সাথে আপনার সাফল্য চালিয়ে যাওয়ার জন্য সহায়ক।

It’s all in the preparation.

When you start a new job, it is important to be as well prepared as possible in advance so that you can have the best possible experience on your first day.

Get your thoughts in order by checking out the company’s website and educate yourself as much as you can before the meeting. While you are on the website, have a look at the “About Us” area. On occasion, businesses will list their staff in this section, allowing you to become acquainted with the people who will be working with you. You might also want to look out your company’s presence on social media in order to learn more about it.

Make sure you’re ready! Make it a goal to complete as much of your own personal preparation the night before. As tomorrow will be a busy day, you should prepare for it in advance however you can, whether that be by organizing your clothes, preparing your lunch, or even just getting to bed earlier.

Promptness

When you are adequately prepared, being prompt should come naturally because there is nothing that can possibly hold you down! It is my hope that by performing these activities, you will develop habits, and that you will be able to make it a priority to be on time for meetings, workdays, and chores related to your career.

Also, bear in mind that employers really want to be able to rely on their employees; being punctual and not having to be reminded of things or turning up late is a significant part of being able to do so successfully.

Keep an open mind for new information.

Be willing to learn new things and make an effort to retain as much information as you can by keeping an open mind during training. Additionally, make an effort to remember this information, and as a general rule, I advise writing things down. Always keep in mind that your education will never be complete. This presents an excellent opportunity for you to increase the breadth and depth of your skill set by gaining new knowledge.

Find a method of organization that is effective for you and use that.

It is essential to maintain order in order to perform tasks in the most effective manner. This could involve organizing notes, files, deadlines, and even establishing reminders for yourself. If you are having trouble staying organized at work, one option is to inquire about the organizational practices of your manager or a colleague.

Personally, I like to set up the most of my organization in my Outlook calendar, and I also like to keep a running list of things that I need to get done.

Get out of your comfort zone and try something new!

Although this may come naturally to some people, for others, stepping outside of their comfort zone is an ongoing challenge. It is strange to consider, yet right now will be the time when it will be easiest for you to step outside of your comfort zone. There is a good chance that no one at this new company knows you very well at all. Even while isolating oneself from other people might seem like the most convenient option, you shouldn’t do so.

You can get to know your coworkers better by doing some or all of the following:

  • Take your lunch break in the breakroom, and make an effort to get to know your coworkers as people in addition to their professional roles.
  • Attend the cocktail hour or coffee chat, both of which are optional.
  • Register for a volunteer opportunity that is open to the entire workplace.

Ask Questions

I am aware of what it is you are considering. Since I was employed by the company to fill this capacity, you should expect that I am familiar with how to perform the job. Put an end to that ridiculous train of thought right now. Yes, you should have a general understanding of how to complete the work, but there is no way you should be able to complete the entire job without having questions answered.

If you are too hesitant to pose the question in front of the whole group, ask your manager or a coworker in a one-on-one setting instead. (But if you are doubting something, there is a good chance that someone else on your team is as well!)

Try not to jump to conclusions.

It can be difficult to let your guard down when you are meeting new people and being the “new” person. As a result, you may make assumptions about the people you are meeting. Please explain what I mean by this.

Take, for instance, the scenario in which you asked a coworker through email for something, and it has been a week since you sent the message, but they have not yet responded… You begin to entertain the idea that perhaps they are ignoring you because you are a newcomer… They are unable to check their emails since they are dealing with something really important right now.

I will caution you not to jump to conclusions or form opinions in your head before you have enough information to properly assess the situation.

Maintain a Receptive Attitude Towards Feedback.

Some individuals are able to take criticism quite well, while others are not. Just keep in mind that being open to criticism at an early stage will make you a far more valuable part of the team for the duration of your time there.

If for any reason you are not receiving feedback, you should inquire about receiving feedback from your boss. This will also demonstrate that you have a lot of initiative in the function that you are in.

Make an effort to be the best version of who you are.

A new place of employment, a new position, and a new company all await you. This might be viewed as a new beginning in some respects! Make an effort to fully engage with this novel experience and make it the very best it can possibly be. It’s possible that your prior job was highly demanding and overwhelming. It’s also possible that you didn’t feel like you were treated fairly by your previous employer. Remember that everything that happened before is now in the past. Take some time to appreciate this new season of change, and do your best not to allow the past distract you from the present.

Set Boundaries

When I started my first job that required me to work full-time, I was offered this piece of advice, and to this day, I am so glad that I heeded it. Some limits that you can begin to establish right now include the following:

  • Be familiar with standard business hours and expectations, as well as the times during which you are willing to work.
  • After-hours abstinence from checking your work email.
  • Stepping away from one’s work and taking some time off.

Although to some people these may appear extreme, we believe that by following this advice you will be able to keep a healthy balance between your professional and personal life and avoid burnout.

ইন্টারভিউ তে সাধারণ ভুল গুলি

ইন্টারভিউ তে আপনি যদি এই ভুলগুলি করেন – তবে আপনি বেকার থাকবেন। আপনি যাই করুন না কেন, কখনই এই প্রশ্নের সাথে একটি সাক্ষাত্কার শেষ করবেন না, “আপনি আমার সম্পর্কে আর কী জানতে চান?

অসফল প্রার্থীরা যা করেন:

  • Have “poor body language or didn’t look the interviewer in the eye” – Most people can eliminate these problems in advance by practicing and role playing. Failure to do so tells employers that you were not willing to prepare.

 

  • “Forget this is a selling situation…and don’t ask for the job” – If you don’t sell yourself during the interview, you will never get the job. Failure to ask is presumptuous.

 

  • “Think that interviewing is a ‘two-way street’” – Don’t let the dialogue between you and the interviewer fool you into thinking that this is a standard conversation. It is not. Indeed, your conversation with the interviewer is a “one-way street.” He or she has numerous other job applicants to interview. You must prove yourself before you can engage in anything that remotely resembles a normal discussion between equals.

 

  • “Don’t know what they’re really selling to an employer” – Great salespeople stress the benefits and not the features of their products. Do the same for yourself during a job interview. Explain how your attributes are valuable to the prospective employer.

 

  • “Don’t understand or think about what the employer is asking from the employer’s point of view” – If you want to understand interviewers better so you know what they are looking for, try to put yourself in their position. In any discussion or negotiation, it helps to take on the other person’s point of view.

 

  • “Adopt an ‘I think great on my feet’ attitude” – Never try to ad-lib through a job interview. It just doesn’t work and it makes you vulnerable to potential embarrassment.

নিয়োগকর্তাদের কাছে আপনি কি জিজ্ঞাস করতে পারেন

যারা চাকরির ইন্টারভিউতে এগিয়ে যায় – তারা জানে ইন্টারভিউ এর শেষে কীভাবে দুর্দান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। আপনার সাক্ষাত্কারকারীকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন:

  • “How long have you been here?” – People like to talk about themselves. This question provides a good opportunity to get the interviewer to open up about the firm.

 

  • “Are there any internal candidates?” – This is important information. Sometimes, managers plan to hire someone from within their organizations, but they talk to a few external candidates to make their job search activities appear more legitimate.

 

  • “Why are there no internal candidates for this job?” – No internal candidates may mean that you are walking into a minefield. Maybe no one in the firm wants this particular job. If that’s the case, it’s better to find out before you commit to the role.

 

  • “What is the most difficult part of the job?” – The answer the interviewer provides will enable you to adjust your presentation to focus on the strengths you can bring to this challenging aspect of the job.

 

  • “What is the next person (or groups of persons) I will be interviewing with like?” – If you are under serious job consideration, you will normally speak with more than just one person, particularly at a large corporation. Make your follow-up interview as positive an experience as possible by learning all you can about that interviewer, including his or her role in the company, personality, likes and dislikes, and so on.

 

  • “Based on our interview, do you have any concerns about my ability to do the job?” – If the answer is yes, ask the interviewer to be explicit. Deal forthrightly with each concern. If the answer is no, then immediately ask if the person will recommend hiring you. If that answer also is yes, quickly assume the sale. Say, “That’s great. I will contact (the ultimate hiring authority) next week so we can work out all the various details.”

 

  • “Why do you want to hire me? What did I demonstrate to you that the other candidates didn’t?” – The answers to these questions will let you know how much leverage you have (or don’t have) when it comes to negotiating salary and benefits.

 

  • “Why have people in the past failed to do well at this job?” – Listen closely to the response to this question. The answer the interviewer provides may warn you against accepting the job if it is offered.

 

 

চাকরির ইন্টারভিউ-সাধারণ প্রশ্ন এবং পরামর্শ

চাকরিপ্রার্থীদের অবশ্যই দ্রুত চাকরি ইন্টারভিউ প্রক্রিয়া আয়ত্ত করতে হবে। অন্যথায়, বেকারত্বের লাইনে তাদের মেয়াদ প্রয়োজনের চেয়ে দীর্ঘ হবে।

আপনার সেরা উত্তরগুলির জন্য পরামর্শ সহ এখানে কয়েকটি সাধারণ প্রশ্ন রয়েছে:

  • Tell me about yourself and your last few jobs.” – This is not a request to hear your entire life story. Stick to your career and professional accomplishments.

 

  • What was the most difficult part of your last two jobs?” – This question provides a terrific opportunity for you to convey that you gladly accept challenges. Explain what made your last two jobs tough, but follow up by explaining how you overcame those difficulties. Discuss your job challenges in a positive, upbeat way. Use anecdotes to reinforce your narrative.

 

  • What is your management style?” – This is a tricky question. If you label yourself as a compassionate leader or a “take no prisoners” manager, you may hurt your chances with an interviewer who may want to hire the opposite type of person. Instead, explain that your management style depends on the circumstances. Stress that you have always been able to get your direct reports to work hard, and to meet or surpass their objectives.

 

  • What do people like most about you? What do they like least?” – In terms of likeability, your interviewer wants to hear that people like working with you. Say that you know how to communicate, how to handle yourself during emergencies, and that you never quit. Treat the latter question lightly: “I can’t cook” or “I am terrible at golf.”

 

  • How do you deal with people…you don’t like and who don’t like you in the workplace?” – Your reaction to this question matters more than your answer. Treat the question as if it does not apply to you. State that you always try to stay on an even keel with all your colleagues. Explain that co-workers should treat each other with respect and that is what you always do.

 

  • Why did you leave your last position?” – Your response to this question will make or break your case. Answer it most carefully. Understand that “employers identify with employers.” Do not indicate that you want to leave, or did leave, your firm because management does not, or did not, like you. State that you want to grow professionally and can do so more effectively in a different environment. If you were laid off, be honest about it. Stress that you liked where you worked, but the company had unavoidable cutbacks that included you. You want to convey one main idea: You really like, or liked, your job. Whatever you do, don’t say you need a larger salary, that is the kiss of death.

 

  • You…stayed short periods of time in your last three jobs. What’s wrong?” – This is a tough question. Try to paint as positive a picture as you can. For example, you might say, “I made some poor career choices in the past. But I have learned from them. After a few false starts, I now know exactly what I want. Your job will be perfect for me. If you hire me, I hope to work for your organization for a long time to come.

 

  • Why did you leave your last job so abruptly? Or, why do you want to leave your current job?” – This is a killer question. Search for the most “antiseptic” response. One plausible answer is that you were stymied in your career and wanted a position with more responsibility. Do not criticize your current or past employer in any way. That is a surefire way to guarantee that you won’t get a job with anyone else.

 

  • Where do you see yourself five years from now? Or, how does this job fit into your career goals?” – Again, how you answer this question is as important as what you say. If you admit that you do not have a five-year goal, you will sink your chances. But if you answer that you want to be CEO, you will seem like a fool. One plausible response: “It’s hard to predict what will happen in five years. But I will feel a sense of accomplishment if I am making an important contribution at work.”

 

  • Were you fired? And, why?” – Employers understand layoffs, so, if you can, try to present your dismissal as a layoff. Most previous employers will go along with that. Tell the interviewer you liked your job. Stay away from any emotion during your discussion. If it is impossible to avoid the fact that you were fired, be direct. Tell the interviewer that despite your firing, you still like your old firm. Try to shift the discussion to previous jobs where you did well and to the good references that you have from those companies.

 

  • What are you currently earning? Or, what have you been earning most recently?” – Answer precisely. Don’t make it appear that you earn more than you do. That would be a terrible mistake. Sometimes, a new employer will contact your old one to see what they paid you. If your new boss learns that you lied, he or she can terminate you on the spot.

 

  • What kind of money would you like to earn?” – Handle this common question by saying, “I want to earn a salary that is commensurate with the contributions I can make. I am confident I can make a substantial contribution at your firm. What does your firm plan to pay for this position?”

 

বিদেশি বৃত্তি পেতে যা জানা জরুরি

কলেজে পড়ার খরচ বেশি
যুক্তরাষ্ট্রে ২০২১ সালে ২ কোটির বেশি শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছেন। অনেক শিক্ষার্থীকেই টিউশন ফি, আবাসন, বই ও অন্যান্য সরঞ্জাম বাবদ অনেক অর্থ ব্যয় করতে হয়। আর এসব কিছুরই মূল্য অনেক বেড়ে গেছে। ক্রমবর্ধমান এই ব্যয়ের সঙ্গে অনেকেই তাল মেলাতে পারেন না। এ কারণে অনেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা গ্রহণ কঠিন হয়ে পড়েছে।

১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অসংখ্য কলেজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া শুরু করে। এরপরের বছরগুলোয় অতিরিক্ত অর্থ আয়ের আশায় আরও অনেক কলেজ লাভজনক প্রতিষ্ঠানের মডেল অনুসরণ করেছে।

ডিগ্রি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত কলেজগুলোকেও এখন তালিকাভুক্ত হতে অনেক অর্থ ব্যয় করতে হয়। আর এই ব্যয় নির্বাহের জন্য কলেজগুলো শিক্ষার্থীদের টিউশন ফি বাড়িয়ে দেয়। এটাও পড়াশোনার খরচ বাড়ার অন্যতম একটি কারণ। আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, কর্মী ও প্রযুক্তির খরচও আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

বৃত্তি যে কারণে দরকার
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা গড়ে প্রতি সপ্তাহে হাইস্কুল ডিগ্রিধারীদের চেয়ে ৫২৫ ডলার (প্রায় ৫৪ হাজার ৭১৩ টাকা) বেশি আয় করতে পারেন।

এ কারণে কলেজ শিক্ষার অর্থায়নের জন্য অনেক শিক্ষার্থী ও পরিবার বৃত্তির কথা ভাবেন। কারণ, বৃত্তি পেলে ওই শিক্ষার্থীর টিউশন ফিসহ শিক্ষাসংক্রান্ত অন্যান্য খরচ মওকুফ হয়ে যায়। আর ওই শিক্ষার্থীর পরিবারকেও কোনো ধরনের ঋণ করতে হয় না এবং পারিবারিক সঞ্চয়ও ভেঙে ফেলতে হয় না।

 বিদেশি বৃত্তি পেতে যা জানা জরুরি

ছবি: সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েসাইট থেকে নেওয়া

কলেজের বৃত্তি
যেকোনো বৃত্তি পাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। একটি আকর্ষণীয় জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তে অবশ্যই পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্বের দক্ষতার ওপর জোর দিতে হবে। কারণ, এটাই প্রার্থীর আগ্রহকে প্রতিফলিত করবে।

যদি কোনো বিষয়ের ওপর ফোকাস করতে সমস্যা হয় বা হিসাব-নিকাশের প্রয়োজন হয়, তাহলে দ্রুত তা সমাধানের চেষ্টা করতে হবে। এ বিষয়ে সহযোগিতা করার জন্য কিছু ওয়েবসাইট আছে। সেখান থেকেও সহযোগিতা নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। এরপর যত দ্রুত সম্ভব বৃত্তি খুঁজতে হবে।

যোগ্যতা অনুযায়ী বৃত্তি খুঁজতে হবে
যোগ্যতা অনুযায়ী বৃত্তি খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ইন্টারনেট। কারণ, অনেক স্কলারশিপ ওয়েবসাইটে ওই বৃত্তি পাওয়া যোগ্যতা উল্লেখ করা থাকে। তা দেখে ওই বৃত্তির জন্য আবেদন করা যাবে কি না, তা সহজেই বোঝা যায়। এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আগ্রহ, বিষয় ও যোগ্যতা নির্বাচন করে বৃত্তির তথ্য পাওয়া যায়। এতে সময় কম ব্যয় হয়। কারণ, শিক্ষার্থী যে বিষয়ে বৃত্তি পেতে ইচ্ছুক, তা নির্বাচন করে দিলে কেবল ওই বিষয়ের বৃত্তির তথ্যই দৃশ্যমান হবে। অযথা একাধিক বৃত্তির তথ্য দেখে সময় ব্যয় হয় না।

আবেদনে যা দরকার
আবেদনের জন্য যা যা প্রয়োজন, তা আগে ভালো করে বুঝে নিতে হবে। ওই স্কুল–কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির নিয়ম জেনে নিতে হবে। যেমন কলেজে চার ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়। এগুলো হলো—ফেডারেল অনুদান (৪৭ শতাংশ), স্কুল বৃত্তি (৩৫ শতাংশ), প্রাইভেট স্কলারশিপ (৩৫ শতাংশ) ও রাষ্ট্রীয় অনুদান (৮ শতাংশ)। প্রতিটি ক্যাটাগরির জন্য আবেদনে আলাদা আলাদা প্রয়োজনীয়তা রয়েছে।

ফেডারেল অনুদানের জন্য আবেদন করতে হলে ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফেডারেল স্টুডেন্ট এইড (এফএএফএসএ) ফরম পূরণ করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রবন্ধসহ অন্যান্য উপকরণ জমা দিতে হয়।

আবার প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রয়োজনীয় বিষয়গুলো ওই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এ কারণে আবেদনের যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় মনোযোগ দিয়ে পড়তে হবে। সেই সব যোগ্যতা আবেদনকারীর পূরণ হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে নিতে হবে।

আবেদনের প্রস্তুতি
আবেদনকারী কোন বৃত্তির জন্য যোগ্য, তা নিশ্চিত জানা হলে আবেদন করতে কী কী নথি ও বিষয় প্রয়োজন, সে দিকে মনোযোগ দিতে হবে। যেসব বৃত্তির জন্য আবেদন করা যাবে, আবেদনের সময়সীমা ও আবেদনে কী কী লাগবে, তার একটা তালিকা তৈরি করে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও লেটারস অব রেকমেন্ডেশনসহ আবেদনের জন প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে হাতের কাছে রাখতে হবে, যেন প্রয়োজন হলেই তা দিয়ে দেওয়া যায়।

সবশেষে লেখার দক্ষতা বাড়াতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—গ্রেড, পাঠ্যক্রম, পরীক্ষার স্কোর ও প্রবন্ধ লেখা। চার নম্বর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এর দক্ষতার ওপর নির্ভর করছে আবেদন গ্রহণ হবে কি না। প্রবন্ধ লেখার দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখার অনুশীলন করতে হবে। ইন্টারনেটসহ নানা উৎস থেকে নমুনা প্রবন্ধ পর্যালোচনা করতে হবে।

নিউজিল্যান্ডে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

যোগ্যতা
স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে এবং স্নাতকোত্তর পর্যায়ের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। ইংরেজি ভাষা দক্ষতার সনদ থাকতে হবে।

মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।

মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।
ছবি: ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

শুরুতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। স্পনসরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়বেন না।

সুযোগ-সুবিধা
এই বৃত্তির আর্থিক মূল্য প্রায় ১০ লাখ টাকা (১৫ হাজার নিউজিল্যান্ড ডলার)।

আবেদন যেভাবে
প্রথমে আবেদনকারীদের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এ জন্য ভর্তির আবেদন করতে হবে। এই লিংকে যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তার বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে।

এই বৃত্তির আওতায় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে থাকা যেকোনো বিষয়ে পড়াশোনা করা যাবে।

এই বৃত্তির আওতায় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে থাকা যেকোনো বিষয়ে পড়াশোনা করা যাবে।
ছবি: ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

ভর্তির আবেদন গ্রহণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অফার নিয়ে বৃত্তির জন্য আবেদন করতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Next Step-এ ক্লিক করে আবেদন করতে হবে। এই লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা যাবে।

জাপানে বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ

সুযোগ-সুবিধা

রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৮৪৫ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।

ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়।

ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। 
ছবি: ওআইএসটির ফেসবুক পেজ থেকে নেওয়া

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)
  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
  • রিকমেন্ডেশন লেটার
  • ছবি

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের এই লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৩।

ফিনল্যান্ডে বৃত্তি নিয়ে স্নাতকোত্তর পড়তে চান

  • অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন
  • শিক্ষা
  • হেলথ অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস
  • টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ন্যাচারাল সায়েন্সেস
  • সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস
  • সুযোগ–সুবিধা

    মোট তিন ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হবে। প্রথম ক্যাটাগরিতে দুই বছর মেয়াদি প্রোগ্রামের জন্য টিউশন ফি ফ্রি। দ্বিতীয় ক্যাটাগরিতে দুই বছর মেয়াদি প্রোগ্রামের জন্য টিউশন ফি ৫০ শতাংশ ফ্রি। আর তৃতীয় ক্যাটাগরি হলো প্রথম বছর ভালো ফলের ভিত্তিতে দ্বিতীয় বছর ইনসেনটিভ বৃত্তি।

    মোট তিন ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হবে।

    মোট তিন ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হবে।
    ছবি: তুরকু বিশ্ববিদ্যালয়ের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

    যোগ্যতা

    • ১. নিজ দেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
    • ২. স্নাতক ডিগ্রি ১৮০ ইউরোপীয়ান ক্রেডিটের সমমান হতে হবে। অথবা অন্তত তিন বছর মেয়াদি ডিগ্রি হতে হবে।

    আগ্রহীদের ১৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

    আগ্রহীদের ১৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
    ছবি: তুরকু বিশ্ববিদ্যালয়ের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

    • ৩. যে বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হয়েছে সে–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করতে হবে।
    • ৪. প্রতি বিষয়ে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। ভাষাগত যোগ্যতাও লাগবে। এই ওয়েবসাইটে বিষয়ভিত্তিক যোগ্যতা ও ভাষাগত যোগ্যতার বিবরণ দেখে নিতে হবে।

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি একই লিংকে থেকে জানা যাবে।