Posts in Category: বৃত্তি

চীন দেশে বৃত্তি নিয়ে পড়তে যেতে কি করনীয় ?

আগামী বছর যারা চীন দেশে বৃত্তি নিয়ে পড়তে যেতে চান- তাদের কি করনীয় সেই বিষয়ে কথা হচ্ছিল মো: শফিউল ইসলামের সাথে। আসছে সেপ্টেম্বর থেকে বেইজিং এর চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে তিনি শুরু করতে যাচ্ছেন  মাস্টার্স-ইন-প্ল্যান্ট প্যাথলজি এবং তিনি চীনা সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে এই প্রোগ্রামে অধ্যায়ন করতে যাচ্ছেন।

প্রশ্ন : চীন দেশে বৃত্তি নিয়ে পড়তে যেতে কি করনীয় ?

যারা সেপ্টেম্বর ২০২৫ ইনটেকে চীনে আসতে চাচ্ছেন তারা IELTS এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারেন। চীনে Chinese government scholarship এর সাধারনত ২ টা ক্যাটাগরি Type- A এবং Type- B। দুইটা স্কলারশীপের সুযোগ সুবিধা একই কিন্তু Type- A যদি পেয়ে যান তাহলে রাউন্ড এয়ার টিকেট টা ফ্রি দেওয়া হয়। Type A এর আবেদন শুরু হয় মিড ডিসেম্বর থেকে। তাই Type -A ধরতে হলে আপনাকে নভেম্বরের প্রথম সপ্তার মধ্যেই IELTS টা দিয়ে ফেলতে হবে। চীন IELTS এর কদর অনেক। IELTS এ ভালো স্কোর তুলতে পারলে চান্স অনেকটা বেড়ে যায়, কারন ম্যাক্সিমামই MOI (medium of Instruction)দিয়ে আবেদন করে।

Type A এর আবেদন হয় বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে। আবেদনপত্র সার্কুলার টি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। Type A তে আপনি সর্বোচ্চ দুইটা ভার্সিটি তে আবেদন করতে পারবেন।

আর Type B তে পারবেন একটা। এই মোট ৩ টা ভার্সিটিতে আবেদন করতে পারবেন Chinese government scholarship ( CSC) এর মাধ্যমে। কিন্ত Type B টা হয় ইউনিভার্সিটি ট্র‍্যাকের মাধ্যমে অর্থাৎ আপনাকে সরাসরি ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে এবং CSC website এ আবেদন করতে হবে। আর Type A তে Education ministry + CSC website এ আবেদন করতে হয়। কিন্তু এই বছর থেকে Type A তে একটু চেঞ্জ এসেছে।Bangladesh Education Ministry এখন প্রি এডমিশন লেটার চাচ্ছে যা আপনাকে আগেই সংগ্রহ করতে হবে, আপনি যেই ভার্সিটিতে আবেদন করবেন সেই ভার্সিটি থেকে। এক্ষেত্রে আপনি ভার্সিটিতে আপনার সকল ডকুমেন্টস মেইল করে বলবেন যে, আপনি Type A এর জন্য আবেদন করতে চান। ভার্সিটি আপনার ডকুমেন্ট চেক দিয়ে ইলিজিবল মনে করলে প্রি এডমিশন লেটার দিয়ে দিবে। কিন্ত এটা ম্যান্ডাটরি না। আপনি শুধু মাত্র প্রফেসরের থেকে যে Acceptance letter নিবেন সেটা দিলেও হবে। কিন্তু type A scholarship is very competitive and uncertain. প্রফেসর খুজতে শুরু করবেন লেট অক্টবর থেকে। প্রফেসর কে মেইল করার নিয়ম সব দেশে মোটামোটি একই। CSC scholarship এর সুবিধা : Free air fare ( only for Type A scholar) Tuition fee free Free accommodation Health insurance free Monthly stipend 3000 Yuan for Ms program ( Approx 51k BDT) And 3500 for PhD program ( Approx 60k BDT) যতদুর জানি চীনে লিভিং কস্ট তুলোনা মুলক ভাবে অনেক কম। বড় সহর গুলোয় ১২-১৫k আর ছোট শহর গুলোয় ৭-১০k এর মত খরচ হয়। তাই আপনি যদি এই স্কলারশীপ পেয়ে যান তাহলে ভালো একটা মানি সেভ করার সুযোগ থাকছে যেহেতু বাড়তি কোন আর খরচ এখানে নাই। আজকে CSC scholarship নিয়েই লিখলাম। পরবর্তী স্কলারশিপ গুলোর ডিটেইলস সিরিজ আকারে লিখবো ইনশাআল্লাহ। অন্যান্য ফুল স্কলারশীপ গুলো হলো: ANSO scholarship UCAS full scholarship Shanghai Government scholarship (SGS) APFNet scholarship GSCAAS scholarship Huazhong Agricultural University scholarship FAFU scholarship আপনারা চাইলে গুগল করে বিস্তারিত দেখতে পারেন। এসকল স্কলারশীপে আবেদন করার জন্য আবেদন ফি লাগেনা। শুধু China Agricultural University তে আবেদন ফি আছে। তাই আপনারা চেষ্টা করবেন সব গুলো স্কলারশীপে আলাদা আলাদা আবেদন করতে। তার জন্য আলাদা আলাদা professor manage করে Acceptance letter নিয়ে নিবেন। কারন আপনি জানেন না আপনার রিজিকে কোনটা আছে। আমি উপরের প্রায় সব গুলো স্কলারশীপের জন্য সেলেক্টেড হয়েছিলাম। শুধু CSC type A বাদ দিয়ে। প্রায় ১৬ টার মত প্রফেসরের থেকে Acceptance letter নিয়েছিলাম। আজ এই পর্যন্তই থাক। পরে একদিন লিখবো ANSO and UCAS full scholarship নিয়ে।

মো: শফিউল ইসলাম, চাইনিজ গভার্নমেন্ট স্কলারশীপ হোল্ডার-২০২৪, মাস্টার্স ইন প্ল্যান্ট প্যাথলজি চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বেইজিং; ব্যাচেলর ইন এগ্রিকালচার বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; CGPA- 3.42; IELTS – 6 Publications-7.

কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক

কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক দেয়ার দিন নিন্মলিখিত ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হয় ।
যেসব লাগবে:
১.VFS Appointment Letter
2. Biometric Instructions Letter
3. Money Receipt
4. Passport এর ফ্রন্ট পেজের ২ কপি ফটোকপি
৫. VFS Consent form ৩ কপি
কিভাবে VFS CONSENT FROM পাবেন: গুগলে “Canada VFS CONSENT FROM ” লিখে সার্চ করলেই পাবেন অথবা এখানে ক্লিক করুন (Download Link)  । এটা ডাউনলোড করে পুরোটা ভালভাবে পড়বেন । তাহলে সব বুঝতে পারবেন । ছবিতে কলম দিয়ে মার্ক করা ২ টি যায়গায় যেসব তথ্য চেয়েছে সেসব লিখবেন । লেখার আরও কয়েকটি জায়গা পাবেন । সেসব জায়গায় লেখার প্রয়োজন হয় তখনই যখন আপনি বায়োমেট্রিক দিতে চাচ্ছেন না, আপনার পাসপোর্ট অন্য কেউ সাবমিট করবে, তুলবে ইত্যাদি কনসেন্ট দিয়ে কাউকে মনোনীত করবেন । তাহলে সহজ কথায় হচ্ছে ছবিতে মার্ক করা ২ টি জায়গায় লিখলেই হবে । তারিখের জায়গায় যেদিন জমা দিবেন সেদিনের তারিখ লিখবেন । লিখে ২ কপি ফটোকপি করবেন ।
(৫ নম্বর এটা অপশনাল । ওদের ওখানে আছে । তবে আগে থেকে নিজে পূরণ করে নিয়ে গেলে মিনিমাম ১ ঘন্টা বা তারও বেশি সময় সেইভ হবে । কারণ আপনি যেই ফাইল সাবমিশন করতে যাবেন তখন ওরা এই কাগজ পূরণ করে ফটোকপি করে নিয়ে আবার আসতে বলে । এরমধ্যে লেখার জন্য জায়গা পাওয়া, ফটোকপি করতে বাইরে যাওয়া মিলিয়ে অনেক সময় চলে যায়। CANADA VFS এর জায়গা খুব ছোট আর প্রচুর ভীড় থাকে । লিখে ফটোকপি করে আবার কাউন্টারের সামনে দাঁড়ানোর সিরিয়াল পেতেও বেশ সময় লাগে । তাই আগে লিখে নিয়ে গেলে অনেক সুবিধা )

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বৃত্তি নিয়ে বিদেশে স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিসে পড়াশুনা

সরকারি বৃত্তি নিয়ে আল ফারাবি কাজাক ন্যাশনাল ইউনিভার্সিটি , কাজাখস্তান এ স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশুনা করতে যাচ্ছেন মাহাতাব আজমাইন রিফাত।  বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াকালীন সময় তিনি এই বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

মাহতাব অ্যাজমাইন রিফাতের সাক্ষাৎকার :

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে আপনি কিভাবে এই  বৃত্তিটি লাভ করলেন?

ছোট বেলা থেকে ভালো ছাত্র হবার সুবাধে এসএসসি ও এইচসসিতে জিপিএ ৫ পেয়েছিলাম।কিন্তু এই জিপিএ ৫ এর শেষ কোথায় ? ভালো ছাত্র ছিলাম বলে সবাই ভেবেছিল পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যাব,কিন্তু কোথাও হলো না।তারপর ইয়ার গ্যাপ দিয়ে শুরু করলাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতি।তখন আমি একটা মেডিকেল প্রস্তুতির একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড ছিলাম।সেইখানে আমার বেশ কিছু বন্ধু মহলের সাথে পরিচয় হয়। তারমধ্যে কিছু বন্ধু বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আলাপ করতো।আসলে মূলত গল্পটার শুরু এখান থেকে- তাদের কাছ থেকে উৎসাহ পেয়ে বিদেশে উচ্চশিক্ষার যাত্রা শুরু করি সময়টা ছিল ২০২০ সাল।

ঠিক তখন ঐভাবে আমি বিদেশ উচ্চ শিক্ষার জন্য যেসব ডকুমেন্টস লাগে জোগাড় করতে পারি নি।তবে আমার মাঝে ছিল প্রবল ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম। আমি লেগে পড়লাম সব গোছানো আর রিসার্চ করে সেই সব শিক্ষাবৃত্তি গুলোতে আবেদন করা শুরু করি।বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ শেষে কোথাও চান্স না পেয়ে আমার ঠাই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অনেক ভালো প্রস্তুতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা দিলাম কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারলাম না। এরপর থেকে আমার অনেকটাই মন ভেঙে গিয়ে বাইরে পড়াশোনা করার প্রতি আরো দৃঢ় মনবল তৈরি হয়েছে।

মূলত সরকারি স্কলারশিপ গুলোতে নিজে নিজে ঘরে বসে আবেদন করা শুরু করি। সর্বপ্রথম আমি তুর্কি সরকারি স্কলারশিপ আবেদন করি কিন্তু সেইটাই আমি সফল হয় নি।তারপরও আমি দমে যায় নি কারন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার একটা স্কলারশিপ ম্যানেজ করতেই হবে আমাকে বিদেশ উচ্চ শিক্ষার জন্য যেতেই হবে।তারপর আমি সব সরকারি বেসরকারি স্কলারশিপ গুলোতে আবেদন করতাম। আমি মনে ভাবতাম হোক বা না হোক আবেদন করব আমি।তারপর একে একে পাসপোর্ট,জন্ম নিবন্ধন, এন আই ডি, Recommendation letter, SOP জোগাড় করতে থাকি।এইখানে বলে রাখা ভালো যে LOR,SOP এই গুলো আমি অনেক ভাইয়া আপুদের কাছ থেকে জোগাড় করে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতাম।একে একে যখন অনেকগুলো স্কলারশিপ আবেদন করে ফলাফল পাচ্ছি না রিজেক্ট খাচ্ছিলাম। আর খুজছিলাম কি কারনে রিজেক্ট হচ্ছে কি ইমপ্রুভমেন্ট করা দরকার।নিজেকে আরও প্রস্তত করছিলাম।যেহেতু সবার কাছে শুনেছিলাম বাইরে যেতে হলে নাকি ECA ভূমিকা অনেক।যেই ভাবা সেই কাজ নেমে গেলাম বিভিন্ন অর্গানাইজেশনে ক্যাম্পাস এম্বাসেডর ,ভলেন্টিয়ার এর কাজ সেই সাথে ইন্টার্নশিপ ও করছিলাম বেশ কয়েকটা।বেশ ভালই সার্টিফিকেট অর্জন করলাম। এছাড়া ফ্রিল্যান্সিং টা শিখে রেখেছিলাম।ড্রাইভিং টা শিখেছিলাম কারন যেহেতু বাইরে যাব বলে।তারপর ফিনল্যান্ড আবেদন করি সেখানেও রিজেক্ট খাই।মালেশিয়ার আলবুখারিতে আবেদন করি সেখানেও কি কারনে জানি রিজেক্ট করল বুজলাম না।তারপর ইন্দোনেশিয়ার সোরাবায়ে বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অফার লেটার পাই।তারপর Study in india থেকে অফার লেটার পাই।আর অবশেষে আমি কাজাখস্তান সরকারি স্কলারশিপে আবেদন করি।এইখানে আবেদন প্রক্রিয়া ছিল একদম সোজা জাস্ট ডকুমেন্টগুলো সাবমিট করা। আগেই বলেছিলাম আমার কাছে সব ডকুমেন্টস জোগাড় করা ছিল তাই কস্ট করতে হয় নি।আবেদন করার পর এইখানে ২ টা ধাপ ছিল।১) সাইকোলজি টেস্ট ২) ইন্টারভিউ। আল্লাহর রহমতে আমি সাইকোলজি টেস্ট পাস করি।তারপর আসে ইন্টারভিউ মেইল।ইন্টারভিউ এর ব্যাপারে একটু বলি যেহেতু অনেক স্কলারশিপ এ আমি আবেদন করেছি ইন্টারভিউ দিয়েছি মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছিল ইন্টারভিউতে কি রকম প্রশ্ন হতে পারে নিজেকে কি রকম কনফিডেন্ট রাখতে হয়। নিজেকে সেই ভাবে প্রস্তুত করে গেলাম ইন্টারভিউ বোর্ডে।যদিও ইন্টারভিউ টি হয়েছিল অনলাইনে।আমার ইন্টারভিউ বোর্ড একজন ম্যাডাম ছিল উনি বন্ধুসুলভ ও হাসি খুশি ছিলেন।আমাকে বেশ নরমাল প্রশ্ন করেছিল।আমি ঠিকঠাক মত উত্তর দিয়েছিলাম।আর দীর্ঘ দুমাস পর আমার কাঙ্খিত স্কলারশিপ টি পেলাম,তাও আবার আমার পছন্দের Space Engineering And Technologies সাবজেক্টের উপর।

আপনি কোন ওয়েবসাইট থেকে এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন?

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় https://www.shed.gov.bd/?fbclid=IwAR0hQMSoYLD6kEGjxlvGNGRaiAMSJ92azaPkxd-sHZo-ur0gMcvDl6l3fWs

আরো দেখতে পারেন https://enic-kazakhstan.edu.kz/en/post/94?fbclid=IwAR3U26wJY6RpM8zg-nns6DrDjJKwUzTgX9baNAZDW6WhNelGtayrwhoIxpg

যারা আপনার মত বৃত্তি পেতে চায় তাদের জন্য কিছু বলুন!

সবশেষ একটা কথাই বলব ,নিজের ইচ্ছা শক্তি,সাহস পরিশ্রম করতে পারলেই সব সম্ভব,নিজের পথ নিজেকেই খুজে নিতে হবে।আমার জন্য দোয়া করবেন ,আর সবার জন্য শুভ কামনা।

আমেরিকানদের বাংলা শেখাতে বৃওি দিচ্ছে আমেরিকার সরকার

বাংলাদেশে মার্কিন দূতাবাস ২০২৪/২৫ ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (FLTA) প্রোগ্রামের জন্য আবেদনের আহ্বান করেছে। ফুলব্রাইট প্রোগ্রাম হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে মার্কিন সরকারের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি। ফুলব্রাইট FLTA প্রোগ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দ্বারা স্পনসর এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয়।

To be eligible, interested candidates must meet the following requirements:

  • Be a teacher of English or related fields with no more than seven years of teaching experience at the university level.
  • Have at least a four-year bachelor’s degree from an accredited public or private university in Bangladesh.
  • Be fluent in English.
  • Have a valid minimum TOEFL score of 80 or IELTS score of 7.
  • Be a Bangladeshi citizen residing in Bangladesh at the time of application.
  • Submit a complete online application according to the program guidelines.

Applicants must demonstrate dependability, integrity, and professionalism.  Material misrepresentation (e.g., plagiarism) at any time during the application or grant period is grounds for elimination or grant termination, as well as ineligibility for participation in future U.S. government-sponsored programs.  Applicants must reside in their home countries throughout the nomination and selection process. Family members are not permitted to accompany participants during the program.

Application Package

  1. A completed online application.
  2. Academic transcripts and certificates from each post-secondary institution attended (bachelor’s and master’s).
  3. Three recommendation letters submitted and uploaded by the reference onto the online application portal (prospective candidates must register their references through the “Recommender Registration” button on the online application site).
  4. Academic records information form (available on the online application site).
  5. Valid TOEFL / IELTS score.

Application Information and Deadline:

Applications are due by Saturday, July 15, 2023, at 11:59 p.m. (Bangladesh time).

For submitting online applications, please visit https://apply.iie.org/flta2024

For detailed application instructions, please visit: Instructions for Completing the 2024-2025 Fulbright FLTA Program Application

For further information, please contact Raihana Sultana, Cultural Affairs Specialist, at SultanaR1@state.gov.

কানাডাতে মেরিন / মেকানিক্যাল / কেমিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের PhD করার সুযোগ

PhD Position: BC Green Shipping Corridor Assessment

Heavy freight transport, by way of deep-sea shipping, accounts for 80% of global trade and is responsible for approximately 3% of global greenhouse gas (GHG) emissions (United Nations, 2018), which is why the implementation of Green Shipping Corridors – maritime based routes between two or more ports that support zero-emissions technologies – is key to helping accelerate the decarbonization of the global shipping sector by 2050. Currently, 24 countries, including Canada, have signed on to the Clydebank Declaration, a commitment to establish Green Shipping Corridors, made at COP26. Signatories are committed to establishing a minimum of 6 green corridors by 2025, with intent to scale up activity in subsequent years by increasing trade on specific Green Corridor routes, extending route length, or establishing more routes (United Nations, 2021). As this is a new concept, at the present time, there are no fully developed and established Green Shipping Corridors, and research in this area has not yet occurred.

1 PhD position is available in a research project led by Drs. Crawford and Dong within IESVic and working in close collaboration with the Vancouver Maritime Centre for Climate (VMCC). The aim of this research to explore three key areas necessary for the establishment of a successful Green Shipping Corridor, in the specific context of British Columbia, including assessment and quantification of the required and anticipated zero and low carbon emission energy sources, existing and potential market demand of zero and low carbon emission fuels from ocean-going and land-based marine and shipping transport operations in BC; and recommendations to establish an enabling policy and regulation environment to accelerate the uptake and use of zero and low carbon emission fuels by the maritime and shipping transport industry. This information will lay the groundwork for accelerating maritime decarbonisation here in our province, which will improve air quality and increase investment in BC’s low carbon energy systems.

The student will drive these activities within VMCC and be responsible for working with various industry and government partners. The project timeline is aggressive and will require both excellent technical analysis skills as well as managerial and communications skills in working directly with VMCC and other project partners.

Requirements

  • MSc/MASc degree in a relevant discipline (e.g., Marine/Mechanical/Chemical/Electrical Engineering)
  • Experience with alternative fuels, marine transportation
  • Ideally, knowledge of Python and LaTex tools for model development and figure generation
  • Strong writing, conversational and presentation abilities in English
  • Ability to organize and work effectively in a diverse team and with commercial and international project partners

Timeline

Position to start ASAP, ideally Summer 2023; applications accepted on a rolling basis.

How to apply

Interested candidates should email Dr. Crawford at curranc@uvic.ca with the subject “Green Shipping Position”; attach:

  • A detailed curriculum vitae
  • A one-page cover letter describing your relevant (research) experience and motivation for the position
  • Names and contact details for two references

আমেরিকার পারডু ইউনিভার্সিটির ফুড সায়েন্স বিভাগে বৃত্তি ঘোষণা

Postdoc Research Associate and Graduate Research Assistant Positions in Sustainable Seafood Production

The Department of Food Science at Purdue University has multiple open positions for

  • postdoc research associates,
  • PhD research assistants, and
  • MS research assistants for a 5-year USDA-funded project.

 

The hires will join an  interdisciplinary team aiming to develop integrated intensive seafood production  systems with zero emission. Successful candidates will conduct research on one or more of the following topics:

  • Microalgae and fish byproduct processing into high-value bioproducts
  • Electro-membrane processes (e.g., electrodialysis) for bioactive compound
    fractionation
  • Life cycle assessment on food, agricultural, and biological systems
  • Modeling of nutrient and energy flows in controlled environment agriculture
  • Bioprocess integration and optimization
    Additional duties include: (i) Developing research manuscripts for publication; (ii)
    Assisting with grant writing; (iii) Mentoring graduate/undergraduate students.

Qualifications

  • PhD degree (for postdoc research associate applicants)/MS degree (for PhD
    research assistant applicants) in Food Science/Engineering, Agricultural
    Engineering, Chemical Engineering, Environmental Science/Engineering or
    closely related fields.
  • Demonstrated research experience related to at least one of the five project topics
    bullet-pointed in the Job Description above.
  • Excellent oral and written communication skills
  • Ability to work with interdisciplinary team
  • Postdoc research associates require ability to work under limited supervision

Application

Interested applicants should send a CV (particularly addressing their research
experience related to the project topics) and the names and contact information
of three references via email to Dr. Jen-Yi Huang (huang874@purdue.edu).
All the positions will remain open until filled.Postdoc RA positions – Purdue Food Science (1)Postdoc RA positions – Purdue Food Science (1)

জাপান সরকারের ৮৫টি বৃত্তি – ২০২৪

প্রতি বছরের মত, এবারও জাপান সরকার বাংলাদেশীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে জাপানে পড়াশোনা করার জন্য বৃত্তি ঘোষণা করেছে।

বৃত্তির সংখ্যা

  • মাস্টার্স পিএইচডি ৪০ জন
  • আন্ডার গ্রাজুয়েট ২৫ জন
  • কলেজ অফ টেকনোলজি ১৫ জন
  • স্পেশাল ট্রেনিং ৫ জন

এই বৃত্তির আওতায় সকলের জন্য রয়েছে  ফ্রি বিমান টিকেট, ফ্রি টিউশন ফি, মাসিক হাত খরচ, হেলথ ইন্সুরেন্স সহ অন্যান্য সুবিধা।

৩ মে – ১৬ই মে ২০২৩ বিকাল ৪:০০ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সাথে অন্যান্য তথ্যাবলী সংযুক্ত করতে হবে। আবেদনের নিয়মাবলী, যোগ্যতা, ইত্যাদি জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন।

http://202.72.235.210/scholarship/mext/

আবেদনের নিয়মাবলী পড়ুন পিডিএফ

৯ বাংলাদেশীর সুইডেনে বৃত্তি লাভ

লিখছেন ফরহাদ প্রধান, সুইডেন হতে :

এস আই (The SI) স্কলারশিপ (SISGPS-Swedish Institute Scholarships for Global Professionals) ২০২৩-২০২৪ এর ফলাফল প্রকাশ করেছে । এ বছর সারা বিশ্বের প্রায় ১০ হাজার আবেদনকারীর মধ্যে ২৯৯ জনকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

এদের মধ্যে  বাংলাদেশের সর্বমোট ৯ জন + (২ জন ওয়েটিং লিস্ট) এই স্কলারশিপ পেয়েছেন।

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা যেসব সুবিধা ভোগ করবেন –

১. যাতায়াতের টিকেট

২. ইউনিভার্সিটি সম্পূর্ণ টিউশন ফি

৩. ইন্সুরেন্স

৪. প্রতি মাসে ১ লাখ ১২ হাজার টাকা (১১০০০ সুইডিশ ক্রোনার), ইত্যাদি

বিগত বছরগুলোতে অনেক বাংলাদেশী শিক্ষার্থী এই স্বনামধন্য স্কলারশিপটি পেয়েছেন। বিগত বছরের ফলাফলের পর্যালোচনা থেকে দেখা যায় – অনেক বাংলাদেশী শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয়বার আবেদন করে এই স্কলারশিপ পায়। আবেদনের লিংক (ক্লিক করুন https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/)

বিদেশি বৃত্তি পেতে যা জানা জরুরি

কলেজে পড়ার খরচ বেশি
যুক্তরাষ্ট্রে ২০২১ সালে ২ কোটির বেশি শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছেন। অনেক শিক্ষার্থীকেই টিউশন ফি, আবাসন, বই ও অন্যান্য সরঞ্জাম বাবদ অনেক অর্থ ব্যয় করতে হয়। আর এসব কিছুরই মূল্য অনেক বেড়ে গেছে। ক্রমবর্ধমান এই ব্যয়ের সঙ্গে অনেকেই তাল মেলাতে পারেন না। এ কারণে অনেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা গ্রহণ কঠিন হয়ে পড়েছে।

১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অসংখ্য কলেজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া শুরু করে। এরপরের বছরগুলোয় অতিরিক্ত অর্থ আয়ের আশায় আরও অনেক কলেজ লাভজনক প্রতিষ্ঠানের মডেল অনুসরণ করেছে।

ডিগ্রি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত কলেজগুলোকেও এখন তালিকাভুক্ত হতে অনেক অর্থ ব্যয় করতে হয়। আর এই ব্যয় নির্বাহের জন্য কলেজগুলো শিক্ষার্থীদের টিউশন ফি বাড়িয়ে দেয়। এটাও পড়াশোনার খরচ বাড়ার অন্যতম একটি কারণ। আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, কর্মী ও প্রযুক্তির খরচও আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

বৃত্তি যে কারণে দরকার
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা গড়ে প্রতি সপ্তাহে হাইস্কুল ডিগ্রিধারীদের চেয়ে ৫২৫ ডলার (প্রায় ৫৪ হাজার ৭১৩ টাকা) বেশি আয় করতে পারেন।

এ কারণে কলেজ শিক্ষার অর্থায়নের জন্য অনেক শিক্ষার্থী ও পরিবার বৃত্তির কথা ভাবেন। কারণ, বৃত্তি পেলে ওই শিক্ষার্থীর টিউশন ফিসহ শিক্ষাসংক্রান্ত অন্যান্য খরচ মওকুফ হয়ে যায়। আর ওই শিক্ষার্থীর পরিবারকেও কোনো ধরনের ঋণ করতে হয় না এবং পারিবারিক সঞ্চয়ও ভেঙে ফেলতে হয় না।

 বিদেশি বৃত্তি পেতে যা জানা জরুরি

ছবি: সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েসাইট থেকে নেওয়া

কলেজের বৃত্তি
যেকোনো বৃত্তি পাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। একটি আকর্ষণীয় জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তে অবশ্যই পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্বের দক্ষতার ওপর জোর দিতে হবে। কারণ, এটাই প্রার্থীর আগ্রহকে প্রতিফলিত করবে।

যদি কোনো বিষয়ের ওপর ফোকাস করতে সমস্যা হয় বা হিসাব-নিকাশের প্রয়োজন হয়, তাহলে দ্রুত তা সমাধানের চেষ্টা করতে হবে। এ বিষয়ে সহযোগিতা করার জন্য কিছু ওয়েবসাইট আছে। সেখান থেকেও সহযোগিতা নিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। এরপর যত দ্রুত সম্ভব বৃত্তি খুঁজতে হবে।

যোগ্যতা অনুযায়ী বৃত্তি খুঁজতে হবে
যোগ্যতা অনুযায়ী বৃত্তি খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ইন্টারনেট। কারণ, অনেক স্কলারশিপ ওয়েবসাইটে ওই বৃত্তি পাওয়া যোগ্যতা উল্লেখ করা থাকে। তা দেখে ওই বৃত্তির জন্য আবেদন করা যাবে কি না, তা সহজেই বোঝা যায়। এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আগ্রহ, বিষয় ও যোগ্যতা নির্বাচন করে বৃত্তির তথ্য পাওয়া যায়। এতে সময় কম ব্যয় হয়। কারণ, শিক্ষার্থী যে বিষয়ে বৃত্তি পেতে ইচ্ছুক, তা নির্বাচন করে দিলে কেবল ওই বিষয়ের বৃত্তির তথ্যই দৃশ্যমান হবে। অযথা একাধিক বৃত্তির তথ্য দেখে সময় ব্যয় হয় না।

আবেদনে যা দরকার
আবেদনের জন্য যা যা প্রয়োজন, তা আগে ভালো করে বুঝে নিতে হবে। ওই স্কুল–কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির নিয়ম জেনে নিতে হবে। যেমন কলেজে চার ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়। এগুলো হলো—ফেডারেল অনুদান (৪৭ শতাংশ), স্কুল বৃত্তি (৩৫ শতাংশ), প্রাইভেট স্কলারশিপ (৩৫ শতাংশ) ও রাষ্ট্রীয় অনুদান (৮ শতাংশ)। প্রতিটি ক্যাটাগরির জন্য আবেদনে আলাদা আলাদা প্রয়োজনীয়তা রয়েছে।

ফেডারেল অনুদানের জন্য আবেদন করতে হলে ফ্রি অ্যাপ্লিকেশন ফর ফেডারেল স্টুডেন্ট এইড (এফএএফএসএ) ফরম পূরণ করতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রবন্ধসহ অন্যান্য উপকরণ জমা দিতে হয়।

আবার প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রয়োজনীয় বিষয়গুলো ওই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এ কারণে আবেদনের যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় মনোযোগ দিয়ে পড়তে হবে। সেই সব যোগ্যতা আবেদনকারীর পূরণ হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে নিতে হবে।

আবেদনের প্রস্তুতি
আবেদনকারী কোন বৃত্তির জন্য যোগ্য, তা নিশ্চিত জানা হলে আবেদন করতে কী কী নথি ও বিষয় প্রয়োজন, সে দিকে মনোযোগ দিতে হবে। যেসব বৃত্তির জন্য আবেদন করা যাবে, আবেদনের সময়সীমা ও আবেদনে কী কী লাগবে, তার একটা তালিকা তৈরি করে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও লেটারস অব রেকমেন্ডেশনসহ আবেদনের জন প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে হাতের কাছে রাখতে হবে, যেন প্রয়োজন হলেই তা দিয়ে দেওয়া যায়।

সবশেষে লেখার দক্ষতা বাড়াতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—গ্রেড, পাঠ্যক্রম, পরীক্ষার স্কোর ও প্রবন্ধ লেখা। চার নম্বর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এর দক্ষতার ওপর নির্ভর করছে আবেদন গ্রহণ হবে কি না। প্রবন্ধ লেখার দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখার অনুশীলন করতে হবে। ইন্টারনেটসহ নানা উৎস থেকে নমুনা প্রবন্ধ পর্যালোচনা করতে হবে।

নিউজিল্যান্ডে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

যোগ্যতা
স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে এবং স্নাতকোত্তর পর্যায়ের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। ইংরেজি ভাষা দক্ষতার সনদ থাকতে হবে।

মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।

মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।
ছবি: ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

শুরুতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। স্পনসরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়বেন না।

সুযোগ-সুবিধা
এই বৃত্তির আর্থিক মূল্য প্রায় ১০ লাখ টাকা (১৫ হাজার নিউজিল্যান্ড ডলার)।

আবেদন যেভাবে
প্রথমে আবেদনকারীদের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এ জন্য ভর্তির আবেদন করতে হবে। এই লিংকে যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তার বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে।

এই বৃত্তির আওতায় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে থাকা যেকোনো বিষয়ে পড়াশোনা করা যাবে।

এই বৃত্তির আওতায় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে থাকা যেকোনো বিষয়ে পড়াশোনা করা যাবে।
ছবি: ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

ভর্তির আবেদন গ্রহণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অফার নিয়ে বৃত্তির জন্য আবেদন করতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Next Step-এ ক্লিক করে আবেদন করতে হবে। এই লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা যাবে।