জাপান সরকারের ৮৫টি বৃত্তি – ২০২৪

প্রতি বছরের মত, এবারও জাপান সরকার বাংলাদেশীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে জাপানে পড়াশোনা করার জন্য বৃত্তি ঘোষণা করেছে।

বৃত্তির সংখ্যা

  • মাস্টার্স পিএইচডি ৪০ জন
  • আন্ডার গ্রাজুয়েট ২৫ জন
  • কলেজ অফ টেকনোলজি ১৫ জন
  • স্পেশাল ট্রেনিং ৫ জন

এই বৃত্তির আওতায় সকলের জন্য রয়েছে  ফ্রি বিমান টিকেট, ফ্রি টিউশন ফি, মাসিক হাত খরচ, হেলথ ইন্সুরেন্স সহ অন্যান্য সুবিধা।

৩ মে – ১৬ই মে ২০২৩ বিকাল ৪:০০ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সাথে অন্যান্য তথ্যাবলী সংযুক্ত করতে হবে। আবেদনের নিয়মাবলী, যোগ্যতা, ইত্যাদি জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন।

http://202.72.235.210/scholarship/mext/

আবেদনের নিয়মাবলী পড়ুন পিডিএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *