অ্যাসট্রাজেনেকা কানাডা বিভিন্ন পদে ৫৯ জনকে নিয়োগ দেবে

82

বিশ্বব্যাপী পরিচালিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাসট্রাজেনেকা- কানাডা এখন ৫৯  পদে নিয়োগ দেবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাসট্রাজেনেকার ক্যারিয়ার অনলাইন পেজে প্রকাশিত হয়েছে।

পদগ্রহণের বিবরণ অনুযায়ী, এই নিয়োগ অফারগুলির মধ্যে প্রধান পদে রাখা হচ্ছে  ঔষধ নির্মাতা, বায়োস্টাটিসটিক্স বিশেষজ্ঞ এবং বিজ্ঞান প্রচারকদের জন্য। এছাড়াও পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপক, বিপণন পরিচালক এবং কাস্টমার সার্ভিস এজেন্টের জন্যও নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে অ্যাসট্রাজেনেকা- কানাডার অনলাইন ক্যারিয়ার পেজ ভভিজিট করুন।

লিংক : https://careers.astrazeneca.com/location/canada-jobs/7684/6251999/2

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here