৯ বাংলাদেশীর সুইডেনে বৃত্তি লাভ
লিখছেন ফরহাদ প্রধান, সুইডেন হতে :
এস আই (The SI) স্কলারশিপ (SISGPS-Swedish Institute Scholarships for Global Professionals) ২০২৩-২০২৪ এর ফলাফল প্রকাশ করেছে । এ বছর সারা বিশ্বের প্রায় ১০ হাজার আবেদনকারীর মধ্যে ২৯৯ জনকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।
এদের মধ্যে বাংলাদেশের সর্বমোট ৯ জন + (২ জন ওয়েটিং লিস্ট) এই স্কলারশিপ পেয়েছেন।
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা যেসব সুবিধা ভোগ করবেন –
১. যাতায়াতের টিকেট
২. ইউনিভার্সিটি সম্পূর্ণ টিউশন ফি
৩. ইন্সুরেন্স
৪. প্রতি মাসে ১ লাখ ১২ হাজার টাকা (১১০০০ সুইডিশ ক্রোনার), ইত্যাদি
বিগত বছরগুলোতে অনেক বাংলাদেশী শিক্ষার্থী এই স্বনামধন্য স্কলারশিপটি পেয়েছেন। বিগত বছরের ফলাফলের পর্যালোচনা থেকে দেখা যায় – অনেক বাংলাদেশী শিক্ষার্থী দ্বিতীয় তৃতীয়বার আবেদন করে এই স্কলারশিপ পায়। আবেদনের লিংক (ক্লিক করুন https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/)