

বাংলাদেশে গমনকারী যাত্রীদের ব্যাগেজ রুলস এর পরিবর্তন
বাংলাদেশ সরকার আগের ব্যাগেজ রুলস বাতিল করে নতুন ব্যাগেজ রুলস কার্যকর করেছে। ২১ মে ২০২৩ তারিখে এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তন জানানো হয়।
অতীতে একজন যাত্রী ঘোষণা দিয়ে ১০ তোলা + ১০ তোলা, মোট ২০ তোলা ওজনের দুইটি স্বর্ণের বার আনতে পারতেন এবং এজন্য ৪০,০০০ টাকা শুল্ক দিতেন। এখন একজন যাত্রী সর্বাধিক ১০ তোলা ওজনের একটি মাত্র স্বর্ণের বার ঘোষণা দিয়ে আনতে পারবেন, যার জন্য ৪০,০০০ টাকা শুল্ক দিতে হবে। অর্থাৎ স্বর্ণের পরিমাণ কমিয়ে অর্ধেক করা হয়েছে এবং শুল্কের হার দ্বিগুণ করা হয়েছে। তবে অতীতের মত এখনও একজন যাত্রী ১০০ গ্রামের মধ্যে স্বর্ণালঙ্কার আনতে পারবেন কোন শুল্ক ছাড়াই।
নতুন ব্যাগেজ রুলসের বিজ্ঞপ্তিটি এখানে সংযুক্ত করা হল।







