কানাডার ওয়ার্ক পারমিট ধারীরা পাচ্ছেন পড়াশোনার সুবিধা
কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী মি. শন ফ্রেজার, একটি নতুন অস্থায়ী ব্যবস্থা ঘোষণা করেছেন – যা ওয়ার্ক পারমিট ধারীদের অধ্যয়ন প্রোগ্রামের দৈর্ঘ্যের সীমা সরিয়ে দিবে – এখন অস্থায়ী বিদেশী কর্মীরা অধ্যয়নের অনুমতি ছাড়াই ভর্তি (পার্ট টাইম/ ফুল টাইম) হতে পারে ।
বিস্তারিত : https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/2023/06/new-measure-to-benefit-foreign-workers-looking-to-improve-their-skills.html