কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর ছাএ সংগঠনের নেতৃত্বে বাংলাদেশি ছাএছাএী
মোঃ নজরুল ইসলাম, নাগিব মাহফুজ, মেহেদী হাসান বিশাল এবং প্রমিতা রানী মণ্ডল পিউ, কানাডার “ওডেট স্কুল অফ বিজনেস, ইউনিভার্সিটি অফ উইন্ডসর” এর মাস্টার অফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা সবাই এখানের সবচেয়ে বড় ছাত্র সংগঠন “ওডেট এমএম সোসাইটি” এর নির্বাচনে চারটি ভিন্ন “ভাইস প্রেসিডেন্ট” পদে অংশগ্রহণ করে এবং ছাত্র-ছাত্রীদের বিপুল ভোটে অন্যদের পিছে ফেলে সবাই নিজ নিজ পদে জয়লাভ করে। মূলত “ওডেট স্কুল অফ বিজনেস” এর সকল দেশের সহকর্মী ছাত্র-ছাত্রী এবং অনুষদের সাথে একাডেমিক ডিপার্টমেন্টের লিয়াজো বজায় রাখা, ছাত্র-ছাত্রীদের একাডেমিক বিষয়ে পরামর্শ এবং তাদের নানান সমস্যা পর্যালোচনা করে সেগুলো ফ্যাকাল্টি কাউন্সিলে তুলে ধরা, ক্যাম্পাসের সামগ্রিক অভিজ্ঞতাকে উন্নত করে তোলা এবং কানাডার চাকরি-ক্ষেত্রে মাস্টার অফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার জন্য সম্মিলিত ভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ছাত্রত্য কাল বজায় থাকা পর্যন্ত তারা তাদের এই পদে বহাল থাকবে এবং ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের মাঝে যোগাযোগের সেতু হিসাবে কাজ করে যাবে।