কানাডায় গাড়ি দুর্ঘটনায় করণীয়

যদিও দুর্ঘটনা কখনোই কাম্য নয়। তারপরেও আমাদের অত্যন্ত প্রয়োজনীয় গাড়িটি যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে – হতে পারে আপনার ভুল, অপরপক্ষের ভুল অথবা প্রকৃতির নিদারুন বঞ্চনা। ইন্সুরেন্স ব্রোকার,ইমরোজ আহমদ জানাচ্ছেন দুর্ঘটনায় পতিত হলে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি :
১) এক্সিডেন্টের পর প্যানিক করা যাবে না। গাড়ি থেকে বের হয়ে অপর পক্ষের উপর রাগ করবেন না।
২) কখনই অপরপক্ষকে বলবেন না সরি আমার ভুল ছিল।
৩) এক্সিডেন্ট সিন থেকে পালিয়ে যাবেন না।
৪) গাড়ি রাস্তার পাশে রেখে দুই গাড়ির ড্রাইভার ইন্সুরেন্স নাম্বার এক্সচেঞ্জ করুন।
৫) সিনে এক্সিডেন্টের ছবি তুলুন সব এংগেল থেকে।
৬) কলিশন সেন্টারে গিয়ে এক্সিডেন্ট রিপোর্ট করুন। ক্ষতির পরিমাণ অতিরিক্ত হলে অথবা কেউ আহত হলে পুলিশকে কল করুন।
৭) ইন্সুরেন্স কোম্পানিকে ফোন দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে একটা ক্লেইম ওপেন করুন। বীমা কোম্পানির এডজাস্টারের বিভিন্ন প্রশ্নের উত্তর দিন এবং তাদেরকে ক্লেইমের নানান বিষয়ে সহযোগিতা করুন।
৮) গুরুতর আহত না হলে বডিলি ইঞ্জুরি বা এক্সিডেন্ট বেনিফিটের জন্য ক্লেইম করার জন্য প্যারালিগাল এর কাছে যাবেন না।
লিখেছেন: ইমরোজ আহমদ
ইন্সুরেন্স ব্রোকার, কানাডিয়ান ইন্সুইরেন্স ব্রোকারস ইনক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *