

কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক
কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক দেয়ার দিন নিন্মলিখিত ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হয় ।
যেসব লাগবে:
১.VFS Appointment Letter
2. Biometric Instructions Letter
3. Money Receipt
4. Passport এর ফ্রন্ট পেজের ২ কপি ফটোকপি
৫. VFS Consent form ৩ কপি
কিভাবে VFS CONSENT FROM পাবেন: গুগলে “Canada VFS CONSENT FROM ” লিখে সার্চ করলেই পাবেন অথবা এখানে ক্লিক করুন (Download Link) । এটা ডাউনলোড করে পুরোটা ভালভাবে পড়বেন । তাহলে সব বুঝতে পারবেন । ছবিতে কলম দিয়ে মার্ক করা ২ টি যায়গায় যেসব তথ্য চেয়েছে সেসব লিখবেন । লেখার আরও কয়েকটি জায়গা পাবেন । সেসব জায়গায় লেখার প্রয়োজন হয় তখনই যখন আপনি বায়োমেট্রিক দিতে চাচ্ছেন না, আপনার পাসপোর্ট অন্য কেউ সাবমিট করবে, তুলবে ইত্যাদি কনসেন্ট দিয়ে কাউকে মনোনীত করবেন । তাহলে সহজ কথায় হচ্ছে ছবিতে মার্ক করা ২ টি জায়গায় লিখলেই হবে । তারিখের জায়গায় যেদিন জমা দিবেন সেদিনের তারিখ লিখবেন । লিখে ২ কপি ফটোকপি করবেন ।
(৫ নম্বর এটা অপশনাল । ওদের ওখানে আছে । তবে আগে থেকে নিজে পূরণ করে নিয়ে গেলে মিনিমাম ১ ঘন্টা বা তারও বেশি সময় সেইভ হবে । কারণ আপনি যেই ফাইল সাবমিশন করতে যাবেন তখন ওরা এই কাগজ পূরণ করে ফটোকপি করে নিয়ে আবার আসতে বলে । এরমধ্যে লেখার জন্য জায়গা পাওয়া, ফটোকপি করতে বাইরে যাওয়া মিলিয়ে অনেক সময় চলে যায়। CANADA VFS এর জায়গা খুব ছোট আর প্রচুর ভীড় থাকে । লিখে ফটোকপি করে আবার কাউন্টারের সামনে দাঁড়ানোর সিরিয়াল পেতেও বেশ সময় লাগে । তাই আগে লিখে নিয়ে গেলে অনেক সুবিধা )



