

জার্মানিতে ক্রিসপার-ক্যাস (CRISPR-Cas) জিন এডিটিং প্রযুক্তির উপর পিএইচডি গবেষণার সুযোগ লাভ করেছেন বাংলাদেশের মামুনুর রশিদ রাজু
মোঃ মামুনুর রশিদ রাজু জার্মানির Justus Liebig University of Giessen তে ক্রিসপার-ক্যাস জিন এডিটিং আধুনিক প্রযুক্তির উপর পিএইচডি গবেষনা শুরু করেছেন। তাঁর গবেষণার মূল বিষয়বস্তু হলো ক্রিসপার-ক্যাস প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফাবা বিনের (Faba bean-Vicia faba) জলবায়ু সহিষ্ণ, উচ্চ ফললশীল জাত উদ্ভাবন করা। মামুনুর রাশিদ পিএইচডি গবেষণার শুরুর আগে জার্মানির আরও একটি সনামধন্য প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর প্লান্ট ব্রিডিং রিসার্চে এক বছর ইন্টার্ন হিসাবে কাজ করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১০-১১ সেশনের কৃষি অনুষদের ছাত্র ছিলেন। ২০১৫ সালে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০১৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর শেষ করে মামুনুর রাশিদ ব্র্যাক কৃষি গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে সবজি প্রজননবিদ হিসাবে কর্মরত ছিলেন।
ব্র্যাকে কর্মরত অবস্থায় মামুনুর রাশিদ ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন-অর্থায়নে এরাসমাস মুন্ডুস মাস্টার্স বৃত্তি প্রোগ্রামে মনোনীত হয়। পরবর্তীতে সুইডেনের সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সাইন্স এবং ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে উদ্ভিদ প্রজনন এ ২য় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মামুনুর রশিদের লক্ষ্য হলো পিএইচডি গবেষণা শেষ করে, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের তথা বিশ্বের কৃষি গবেষণায় অবদান রাখা। তিনি আরো যোগ করেন জার্মানিতে কৃষিতে উচ্চশিক্ষার অনেক সুযোগ রয়েছে।